ধলা সরকারি আশ্রয় কেন্দ্র এর কার্যক্রমসমুহ
ধলা সরকারি আশ্রয় কেন্দ্রের কার্যক্রম সমূহঃ-
ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পূর্নবাসন) আইন ২০১১ এর ধারা ১৭ এবং ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পূণর্বাসন) বিধিমালা, ২০১৫ এর ১৭(১) (গ) ধারা মোতাবেগ প্রাপ্ত নিবাসীদেরকে নিরাপদ হেফাজতে এই কেন্দ্রে রাখা হয় ।
- কেন্দ্রে আগমনের পর নিবাসীদের সার্বিক কল্যাণ ও পূর্নবাসনের লক্ষ্যে প্রাথমিক ভাবে নিন্মের কর্মসূচী গ্রহন করা হয়ে থাকেঃ-
- ঘোষিত ভবঘুরেকে শিশু ও নিরাপদ হেফাজতীদের বিশেষ রেজিষ্টারে নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ।
- প্রত্যেক নিবাসীদের ব্যক্তিগত নথি খোলা,কেস হিষ্ট্রি লেখা এবং ফলো –আপ করা।
- স্বাস্থ্যগত পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা ।
- নিবাসীদের অভিভাবকের সাথে ফোন,পত্র প্রেরন এবংবাড়িতে গিয়ে যোগাযোগের যাবতীয় ব্যবস্থা করা।
- সাধারন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, কাউন্সিলিং এবং মোটিভেশনের মাধ্যমে নিবাসীদের আচার আচরণ এবংদৃষ্টি ভংগীর পরিবর্তন ও উন্নয়ন সাধনের প্রচেষ্টা গ্রহন করা হয়্।
- চিত্তবিনোদনের জন্য টেলিভিশন, খেলাধুলার ব্যবস্থা করা হয়।
- খাদ্য প্রস্তুত ও সরবরাহ , কৃষিকাজ, স্কুল এবং প্রশিক্ষণের মাধ্যমে নিবাসীদের সম্পৃক্তকরণ।
- ঈদ ওজাতীয় দিবসগুলোত উন্নতমানের খাবার পরিবেশনসহ সাংস্কৃতিক,বিনোদন,ও শিক্ষামূলক অনুষ্ঠান পরিচালনা করা।
- নিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা।
-
- ১.দৈনিক ৪ বেলা খাবার প্রদান।
- ২. প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কর্মসূচী।
- ৩. স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা।
- ৪.বৎসরে ৩ বার পোষাক পরিচ্ছেদ প্রদান।
- ৫.বৃত্তিমূলক প্রশিক্ষন কর্মসূচী।
- ৬.পূণর্বাসন ও মুক্তি প্রদান।